মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

পেটের ওপর তরমুজ কেটে রেকর্ড!

বিষেরবাঁশী ডেস্ক: গিনেস বুকে জায়গা করে নিতে কতজন কত কিছুই না করেন। এদিন বিশ্ব রেকর্ড গড়তে মার্শাল আর্টিস্ট ভিসপে জিমি কারাদি এবং মার্শাল আর্টিস্ট ভিসপি বাজি কাসাদ নামের দুই ভারতীয় যুবক মারাত্মক ঝুঁকি নেন।

একজন পেটের ওপর তরমুজ রাখবেন আর অন্যজন একটি ধারালো তলোয়ার দিয়ে দুই টুকরো করবেন সেই তরমুজ! একটু এদিক-ওদিক হলেই তলোয়ারের আঘাতে কেটে যাবে পেট। এমনই ঝুঁকি নিয়ে এই যুগল এক মিনিটে পেটের ওপরে কেটেছেন ৪৯টি তরমুজ। এরআগে এইভাবে এক মিনিটে ৪৮টি তরমুজ কাটার রেকর্ড ছিল।

কারাদি বলেন, তরমুজ কাটার কাজে ব্যবহৃত তলোয়ারটি এতটাই ধারালো যে, ১ মিনিটে অনায়াসে ৪৯টি তরমুজ কেটে ফেলতে সক্ষম হয়েছে। সুতরাং একটু ভুল হলেই এর জন্য চরম মূল্য দিতে হতো। কিন্তু দীর্ঘ চর্চার কারণেই কোনো বিপদ ছাড়া সফলভাবে পুরো কাজটি সম্পন্ন করতে পেরেছি। এই যুগল স্বপ্ন দেখেন দেশের জন্য অন্তত ১০টি রেকর্ড গড়ার।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: চিত্র-বিচিত্র

Leave A Reply

Your email address will not be published.