শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

সেন্সর বোর্ড থেকে গুলজারের পদত্যাগ

বিষেরবাঁশী ডেস্ক: অবশেষে সেন্সর বোর্ড থেকে স্বেচ্ছা পদত্যাগ করলেন পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র ঐক্যজোটের আহ্বায়ক মুশফিকুর রহমাম গুলজার। আজ শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

সম্মেলনে তিনি বলেন, ‘এবার আমি আপনাদের মাধ্যমে আরেকটি ঘোষণা দিতে চাই। চলচ্চিত্রের এই অচলাবস্থায় আমার মনে হয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড তার সঠিক দায়িত্ব পালন করতে পারছে না। তার প্রমাণ প্রিভিউ কমিটি থেকে `বস টু` ছবির নির্মাণ নিয়ে আপত্তি তোলার পরও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপে ছবিটাকে সেন্সর ছাড়পত্র দেয়া হয়েছে। আমার মতামতকে গ্রাহ্যই করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে অথর্ব হয়ে থাকার প্রয়োজন দেখি না। আমি আমার চলচ্চিত্র পরিবারের হয়েই আনন্দিত। এই সেন্সর বোর্ড স্বাধীন মতো চলতে পারে না। আমি এই সেন্সর বোর্ড থেকে স্বেচ্ছা পদত্যাগ করলাম। এই তথ্যমন্ত্রীর অধীনে যতো রকমের সংগঠন আছে সবকিছু থেকে আমি নিজেকে সরিয়ে রাখবো।’

পরিচালক সমিতির এই নেতার পদত্যাগের ঘোষণার পর তাকে অভিনন্দন জানান চলচ্চিত্র ঐক্যজোটের নেতা-কর্মী ও সদস্যরা।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.