শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

বিষেরবাঁশী ডেস্ক: একুশতম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে, আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৭ ফেব্রুয়ারি। এরপর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।

প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৮। দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচনে এমপিরাই ভোট দিতে পারবেন। কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চাইলে কোনো সংসদ সদস্যের সমর্থনেই মনোনয়ন নিতে হয়। আর সিইসি সে নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তার ভূমিকা পালন করবেন।

বিষেরবাঁশী.কম/ সংবাদদাতা/ হীরা

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.