শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

উপমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত মেয়র আইভী’র মামলা ৭ দিন পর রেকর্ড করল পুলিশ

বিষেরবাঁশী ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু (বিবি রোড) সড়কের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও এমপি শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭দিন পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে। থানার একাধিক সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে হত্যা চেষ্টার অভিযোগে সোমবার রাতে সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে সন্ত্রাসী নিয়াজুলসহ ৯জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৯০০ থেকে ১০০০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয় সদর মডেল থানায়। কিন্তু ২দিন পর বুধবার অভিযোগটি জিডি হিসেবে গ্রহন করে পুলিশ।

জেলা পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের জানান, সংঘর্ষের ঘটনায় আমরা দুটি অভিযোগ পেয়েছি। সেগুলো তদন্ত করে দেখছি।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: নারায়ণগঞ্জের খবর,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.