শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে এ সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক।

অন্যদিকে প্রথম দুটি ম্যাচে মাশরাফি বাহিনী জয় পেয়েছে দাপটের সাথেই। বাংলাদেশ দুই ম্যাচ খেলে দুইটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে টাইগাররা। অপর দিকে জিম্বাবুয়ে তিন ম্যাচ খেলে ১টি তে জিতে ও দুইটি তে হেরে দুই পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে।

বাংলাদেশ একাদশে পরিবর্তন এসেছে একটিতে। মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে স্পিনার সানজামুল ইসলামকে দলভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান,মুশফিকুর রহিম , মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ এর্ভিন, ব্রেন্ডন টেইলর (ডব্লু), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার , কাইল জার্ভিস, তেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারবাণী

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.