শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

বাদশাহপুত্র হলেন নতুন ক্রাউন প্রিন্স

বিষেরবাঁশী ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্সের মর্যাদা হারিয়েছেন মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ। তাঁর স্থলে বাদশাহ সালমানের উত্তরাধিকার হিসেবে তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমান আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ ঘোষণা দেন। বুধবার (২১ জুন) এ খবর আল-জাজিরা ও আল আরাবিয়ার। ৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান আগে দেশটির উপ-ক্রাউন প্রিন্স ছিলেন।
রাজকীয় ফরমানের বরাতে দ্য সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, একই সঙ্গে মোহাম্মদ বিন সালমানকে দেশটির উপপ্রধানমন্ত্রী করা হয়েছে, যে পদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছে। এর আগে একইভাবে রাজকীয় ফরমান জারির মাধ্যমে বাদশাহ সালমান ক্রাউন প্রিন্স ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নায়েফকে নিয়োগ দিয়েছিলেন।

দ্য সৌদি প্রেস এজেন্সি নিশ্চিত করেছে, সৌদি আরবের সাকসেশন কমিটির ৪৩ সদস্যর মধ্যে ৩১ জন মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করার পক্ষে সমর্থন দিয়েছেন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.