বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

টাইগারদের কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা

বিষেরবাঁশী ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ১৬৩ রানে হারায় শ্রীলঙ্কাকে। নিজ দেশ লঙ্কানদের কোচ হয়ে প্রথমবার সাবেক শিষ্যদের মুখোমুখি হয়ে হাতুরুসিংহকে পেতে হলো পরাজয়ের স্বাদ।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। তামিম-সাকিব-মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ৩২০ রান তোলে স্বাগতিক বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৩২.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৭ রান করে হাতুরুসিংহের বর্তমান শিষ্যরা।

টস জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৮৪, মুশফিকুর রহিমের ৬২, সাকিব আল হাসানের ৬৭ ও সাব্বির রহমানের ২৪ রানের ঝড়ো ইনিংসটিতে ভর করে স্কোরবোর্ডে ৩২০ রান জমা করেছিল বাংলাদেশ।

৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল শ্রীলঙ্কা। ভালো ফর্মে থাকা কুশল পেরেরাকে তৃতীয় ওভারেই সাজঘরমুখী করেন নাসির। দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন উপুল থারাঙ্গা ও কুশাল মেন্ডিস। কিন্তু অধিনায়ক মাশরাফির জোড়া আঘাতে আবার টলোমলো হয়ে ওঠে লঙ্কান শিবির।

১৯তম ওভারে শ্রীলঙ্কাকে আবার ধাক্কা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন নিরোশান ডিকওয়েলাকে। ২৫তম ওভারে সাকিবের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফিরে যান অধিনায়ক দিনেশ চান্দিমাল (২৮)। পরের ওভারে বল হাতে নিয়ে সাকিব আরও ধ্বংসযজ্ঞ চালান লঙ্কান শিবিরে। টানা দুই বলে আউট করেন আসেলা গুনারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ৩০তম ওভারে শ্রীলঙ্কার শেষ আশা থিসারা পেরেরাকে আউট করেই জয় নিশ্চিত করে ফেলেন সাকিব।

বাংলাদেশের পক্ষে ৪৭ রানে ৩টি উইকেট নিয়েছেন সাকিব। মাশরাফি আর রুবেল হোসেন নেন ২টি করে উইকেট। একটি উইকেট মোস্তাফিজের।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা / হীরা

Categories: খেলাধূলা,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.