শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ইরান-ইরাক সীমান্তে ৫.৬ মাত্রার ভূমিকম্প

বিষেরবাঁশী ডেস্ক: ইরান-ইরাক সীমান্তবর্তী কারমানসাহ প্রদেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর রয়টার্স।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ইরাক সীমান্তে অবস্থিত কারমানসাহ প্রদেশের সুমার শহরে ভূমিকম্প আঘাত হানার পর পরই প্রদেশটিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেন, ইলাম এবং কারমানসাহ প্রদেশের সুমার শহরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পের আঘাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গত বছর কারমানসাহ প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় ৬২০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.