শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

কাল জনতার মুখোমুখী হচ্ছেন মেয়র আইভী

বিষেরবাঁশী ডেস্ক: কাল ৯ জানুয়ারি ‘জনতার মুখোমুখি’ হবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জিমখানা উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গনে নগরবাসীর সাথে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি।

এ অনুষ্ঠানকে ঘিরে নগরবাসীর মনে বেশ আগ্রহ জন্মায়। তারা মেয়রকে তাদের সুখ-দুঃখের কথা যেমন শোনাবেন তেমনি মেয়রও শুনবেন তা মন দিয়ে। নগরবাসীর নানা সমস্যা সমাধানে তৎপর রয়েছে এনসিসি কর্তৃপক্ষ। এরপরও বিভিন্ন কারনে অনেক সমস্যা এখনো সমাধান হয়নি।

‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র অনেক প্রশ্নের মুখোমুখি হবেন বলে ধারনা সচেতন মহলের। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম। শহরের বাসা, অফিস থেকে বর্জ্য নেয়া হলেও তা ফেলা নিয়ে যত সমস্যা। শহরের বিভিন্ন স্থানে, সড়কের পাশে ময়লা পড়ে থাকে। এ নিয়ে নাগরিক সচেতনতার অভাব রয়েছে। সকালে রাস্তা ঝাড়– দেয়ার পরও দুপুরের মধ্যে ফের রাস্তায় আবর্জ্যনা দেখা যায়।
চাষাড়ায় জেলা পরিষদ ডাক বাংলো ও পুলিশ ফাঁড়ির কারনে এ মোড়ে যানজট নিত্য ব্যাপার বলে মনে করেন সচেতন মহল। এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ বিষয়ে জেলা পরিষদ ও পুলিশ প্রশাসন সহযোগীতা করলে এ সমস্যার সমাধান হতে পারে সহজেই। যেমনটা হকার ইস্যুতে তারা করেছেন।
হকার ইস্যু নিয়ে প্রশ্ন উঠলেও এ ক্ষেত্রে মেয়র ধন্যবাদের পরিমানই বেশী পাবেন বলে ধারনা অনেকের। এছাড়া আলী আহাম্মদ চুনকা মিলনায়তন, হাতিরঝিলের আদলে নির্মিত জিমখানা প্রকল্প, বাবুরাইল লেক প্রকল্প নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে পারেন মেয়র।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: জাতীয়,নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.