শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

শাকিব খান কি ভারত আর বাংলাদেশকে এক করে ফেলেছেন?: রিয়াজ

 

  • অনলাইন ডেস্ক

‘বাংলাদেশের নায়ক শাকিব খান বলছেন “নবাব” ছবিতে বাংলাদেশের পুলিশকে হাইলাইট করা হয়েছে, পুলিশের পক্ষে কথা বলা হয়েছে। কিন্তু ছবিতে ভারতীয় পুলিশকে দেখানো হয়েছে। তিনি কি ভারত আর বাংলাদেশকে এক করে ফেলেছেন?’ বললেন চিত্রনায়ক রিয়াজ, চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ।

আজ মঙ্গলবার বিকালে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। আগামীকাল বুধবার দুপুরে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করার কর্মসূচী ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলনে।

এখানে বক্তব্য রাখেন রিয়াজ। তিনি আরও বলেন, ‘আমরা আসলে কোন দেশে বসবাস করছি। আমরা কি স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? আমরা কি স্বাধীন হতে পেরেছি? তাহলে কারা আমাদেরকে অন্য দেশের ছবি চাপিয়ে দিচ্ছে? প্রধানমন্ত্রী শেখা হাসিনার কাছে এটা আমার জিজ্ঞাসা। জাতির বিবেকের কাছে প্রশ্ন।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বদিউল আলম খোকন বলেন, ‘যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার করে “বস টু” ও “নবাব” ছবি দুটি নির্মিত হয়েছে । ছবি দুটিকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না দেওয়ার জন্য আবেদন করেছিলাম তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে। কিন্তু তিনি আমাদের দাবি উপেক্ষা করেছেন। আগামীকাল ছবি দুটি দেখবে চলচ্চিত্র সেন্সর বোর্ড। আমরা চলচ্চিত্রের ১৪টি সংগঠন এর প্রতিবাদে আগামীকাল বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করব। বোর্ড সদস্যদের অনুরোধ জানাব ছবিটি না দেখার জন্য। দুটি ছবির কোনোটিতেই যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি । সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি “বস টু” দেখে যৌথ নীতিমালা ভঙ্গের প্রমাণ পেয়েছে। তারপরও ছবিটি আবার সেন্সর বোর্ড দেখতে চাইছেন। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।’’

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.