বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

প্রতারণার শাস্তি ১৩ হাজার বছরের কারাদণ্ড

বিষেরবাঁশী ডেস্ক: থাইল্যান্ডে এক প্রতারককে ১৩ হাজার ২৭৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি বিনিয়োগকারীদের আর্থিক প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। ৩৪ বছর বয়সী পুদিত কিত্তিথিরাদিলক এমএলএম কোম্পানি খোলেন এবং গ্রাহকদের কাছ থেকে ১৬০ মিলিয়ন ডলার বা ১৬ কোটি ডলার হাতিয়ে নেন।

তিনি প্রতারণার কথা আদালতে স্বীকার করেন। আদালত তার বিরুদ্ধে ২ হাজার ৬৫৩ টি অবৈধ লেনদেন ও প্রতারণার প্রমাণ পেয়েছে। তাকে ১৩ হাজার ২৭৫ বছর কারাদণ্ড দেওয়া হলেও দোষ স্বীকার করায় তা অর্ধেক কমিয়ে ৬ হাজার ৬৩৭ বছরে নির্ধারণ করা হয়।
তার দুটি কোম্পানিকে ২০ মিলিয়ন ডলার করে জরিমানা করা হয়েছে এবং গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসি’র

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.