শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

সৌদি ছাড়তে হবে ১৩ লাখ বিদেশি চালককে

বিষেরবাঁশী ডেস্ক: সৌদি আরবের নারীরা যেন রাস্তায় নিরাপদে গাড়ি চালাতে পারে তা নিশ্চিত করার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করছে দেশটির ট্রাফিক বিভাগ এবং সড়কের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। তবে নারীদের গাড়ি চালানোর বিষয়কে কেন্দ্র করে আরো বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসছে।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নারীরা গাড়ি চালানোর ফলে ১৩ লাখের মতো বিদেশি চালককে সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে। একজন চালক যে বার্ষিক ১২ হাজার সৌদি রিয়াল বেতন হিসেবে পান, সেটা খরচ করতে হচ্ছে না দেশটিকে। এ ছাড়া তাদের জন্য খাবারসহ অন্যান্য সুবিধা দেওয়ার খরচও বেঁচে যাবে। ধারণা করা হচ্ছে, এতে করে ৩৩ বিলিয়ন সৌদি রিয়াল দেশটির অর্থনীতিতে যুক্ত হবে।

জানা গেছে, দেশটির ৬৬ দশমিক ৭ শতাংশ ব্যক্তি কাজের লোক নিয়োগ দেয়। এ ছাড়া ৮৭ দশমিক ২ শতাংশ পরিবারে ব্যক্তিগত চালক নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘোষণার ফলে সৌদিতে অবস্থিত বাংলাদেশি চালকরা চাকরি হারাতে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: প্রবাস

Leave A Reply

Your email address will not be published.