শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

‘ভারতে সাধারণ মানুষকে পিষে মারছে বিজেপি’

বিষেরবাঁশী ডেস্ক: রাহুল গান্ধী ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেছেন, ‘ভারতে সাধারণ মানুষকে পিষে মারছে বিজেপি।’
তিনি আরো বলেন, ‘ওরা শুধু ভারতবর্ষকে ধ্বংসই করতে পারে।’

গত ১১ ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন রাহুল গান্ধী। এর আগে ওই পদে ছিলেন তার মা সোনিয়া গান্ধী। শনিবার (১৬ ডিসেম্বর) দলের দায়িত্বভার গ্রহণ করেন রাহুল গান্ধী।

সভাপতি হিসেবে অভিষেক ভাষণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির কড়া সমালোচনা করলেন তিনি।

রাহুল গান্ধী বলেন, ‘মোদি দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন। কংগ্রেস ভারতকে ২১ শতক দেখিয়েছিল, কিন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার আমাদের মধ্যযুগে নিয়ে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘বিজেপি দেশজুড়ে আগুন লাগায়, বিজেপি আর আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ) দেশজুড়ে হিংসার আগুন লাগাচ্ছে। আর সেই আগুন নেভায় কংগ্রেস।

রাহুল আরো বলেন, একজনের ইমেজ তৈরি করতে গিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে দেশের। অথচ রাজনীতির উদ্দেশ্য হলো, মানুষের উন্নতি করা, ক্ষতি করা নয়।’

রাহুল গান্ধী বলেন, ‘ভারতবর্ষকে গরিব বানিয়ে রাখতে চাইছে বর্তমান কেন্দ্রীয় সরকার।’ তবে কেন্দ্রীয় সরকারের এই অনিয়ম ও স্বেচ্ছাচারিতা যে মানা হবে না। এ কথা স্মরণ করিয়ে দিয়ে সদ্য দায়িত্ব পাওয়া কংগ্রেস সভাপতি বলেন, ‘গণতন্ত্রের ওপর কোনো রকম আঘাত মেনে নেবে না কংগ্রেস। কংগ্রেসই একমাত্র পারে দেশকে গড়ে তুলতে। ভালোবাসা দিয়ে দেশের মানুষের মন জয় করে নেবে একমাত্র কংগ্রেসই। কংগ্রেসকে হারানো গেলেও কখনো দুর্বল করা যাবে না।’

রাহুল বলেন, ‘আমি দেশের মানুষের ভালোবাসাতেই রাজনীতিতে এসেছি। ওরা বিরোধী কণ্ঠস্বরকে চাপা দিতে চাইছে। কিন্ত কংগ্রেস সবাইকে বলার সুযোগ করে দেয়। ওরা অপমান করলেও আমরা সম্মান করি। শতাব্দীপ্রাচীন এই দলকে তরুণ করে তুলবেন বলেও রাহুল দৃঢ় আশা ব্যক্ত করেন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.