বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

না. গঞ্জে ‘বিশ্ব এইডস দিবস’ পালন

বিষেরবাঁশী ডেস্ক: ‘স্বাস্থ্য আমার অধিকার’ এই স্লোগানে সারা বিশ্বের মত ১লা ডিসেম্বর ‘বিশ্ব এইডস দিবস’ পালন করেছে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১লা ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে সার্কিট হাউসে এসে শেষ হয়।

র‌্যালী শেষে এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. মো.এহসানুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বশির উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার মো.আমিনুল হক। এইডস বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপনা করেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা.শুকান্ত চন্দ্র দাস। এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলায় কর্মরত ডাক্তার, নার্স, বিভিন্ন এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: নারায়ণগঞ্জের খবর,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.