শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

পাহাড় ধসে অপরিকল্পিত বাড়িঘর ও বেশি বৃষ্টিপাতকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

  • অনলাইন ডেস্ক

পাহাড়ে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ও বেশি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার সুরক্ষা সেবা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে ২০১৭-২০১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তদন্ত করা হবে।পাহাড় ধস প্রাকৃতিক ব্যাপার, এ নিয়ে রাজনীতি হতে পারে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত সপ্তাহে টানা বৃষ্টির ফলে পাহাড় ধসে রাঙামাটি সহ ৫ জেলায় সেনা কর্মকর্তা-সদস্য সহ দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি করা হয় অনেককে। এ ঘটনায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মধ্যে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে।

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.