শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ইফতারের টাকা ক্ষতিগ্রস্তদের বিতরণ করছে পুলিশ

বিষেরবাঁশী ডেস্ক: ইফতার মাহফিল স্থগিত করে সেই অর্থ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রাঙ্গুনিয়া উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করে জেলা পুলিশ।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান এবং জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।
চন্দনাইশ ও বাঁশখালীতে ডিআইজি এবং জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা এবং শুকনো খাবার, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। জেলা পুলিশের ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ইফতার মাহফিল স্থগিত করে সেই অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ঘোষণা দেন এসপি।

জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, ১২ জুন থেকে দুইদিন প্রবল বর্ষণে রাঙ্গুনিয়ায় ২৭ জন, চন্দনাইশে ৪ জন, রাউজানে ৩ জন, ফটিকছড়িতে ২ জন এবং বাঁশখালীতে ২ জনসহ মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.