শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ইরাক-ইরান শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৫০

বিষেরবাঁশী ডেস্ক: ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্রমশ বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ কম্পনের ফলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৫০ জন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

রিপোর্টে প্রকাশ, গত রোববার রাতে ইরান-ইরান সীমান্তে ভূমিকম্পের পর এখনও পর্যন্ত প্রায় ১০০টি আফটার শক অনুভূত হয়েছে।

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তুপের নীচে এখনও কতজন আটকে রয়েছেন অনেক মানুষ। সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে কম্পনের আঘাতে বহু রাস্তাঘাট নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ফলে, বেশ কিছু এলাকায় উদ্ধারকারী দল কিংবা প্রশাসনের কোনও কর্মীকেও পাঠানো যায়নি

ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে৷ ফলে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে৷ ইরানের অন্তত ১৪টি প্রদেশ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে৷

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন৷ সব সরকারি সংস্থার প্রতি ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি৷

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.