শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

যশোরে ডাকাতের দুই দলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিষেরবাঁশী ডেস্ক: যশোরে দুই দল ডাকাতের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি।
সোমবার (১৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার নোঙ্গরপুর যশোর-মাগুরা সড়কে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১৩ নভেম্বর) রাতে দুই দল ডাকাতের মধ্যে অভ্যন্তরীণ কারণে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় নিহত ডাকাতের (৬০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি দেশি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড গুলি, ৫টি রাম দা, একটি চাইনিজ কুড়াল, ১০টি স্যান্ডেল-জুতা ও দড়ি উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি

Leave A Reply

Your email address will not be published.