- অনলাইন ডেস্ক
বেশ সাজানো গোছানো একটা ঘরে দাঁড়িয়ে নিজের চরিত্রের ফিরিস্তি শোনাচ্ছেন শাহরুখ খান। আর বসে থাকা আনুশকা শর্মা বারবার প্রতিবাদ করছেন। কিন্তু আনুশকার কোনো কথাই শুনছেন না শাহরুখ। একের পর এক তার খারাপ চরিত্রের বৃত্তান্ত বলছেন।
এসেছে ইমতিয়াজ আলী পরিচালিত শাহরুখ ও আনুশকার ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির ট্রেলার। মাত্র ৩০ সেকেন্ডের এই মিনি ট্রেলারে দেখা গেছে এমন দৃশ্য।
গতকাল রোববার চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তানের উত্তেজনাকর ফাইনাল ম্যাচ চলাকালেই অবমুক্ত হয় এই ট্রেলার। পাঞ্জাবের ছেলে হ্যারি আর গুজরাটের মেয়ে সেজালের অনবদ্য প্রেম নিয়ে এগিয়েছে ছবির গল্প।
ছবির সব কিছু ঠিক থাকলেও যুতসই কোনো নাম মিলছিল না। অবশেষে রাখা হয় ‘যব হ্যারি মেট সেজাল’ নামটি। তবে প্রথমে নাকি ছবির নাম ছিল ‘রিং’। আর নতুন নামকরণের পেছনে শোনা গেছে রনবীর কাপুরের নাম। আর এ জন্য নাকি শাহরুখ তাকে পুরস্কার হিসেবে ৫০০০ রুপিও দিয়েছেন। হিন্দুস্তান টাইমস।
এস.এ/ডেস্ক/ক্যানি