শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

কেন খাবেন লেবুর শরবত

বিষেরবাঁশী ডেস্ক: সারা বছরই আমরা হাতের কাছে লেবু পাই। এ লেবুতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। ১০০ গ্রাম কাগজি বা পাতিলেবু থেকে পুষ্টি উপাদান পাওয়া যায় ভিটামিন ‘সি’ ৬৩ মিলি গ্রাম, যা আপেলের ৩২ গুণ ও আঙ্গুরের দ্বিগুণ, ক্যালসিয়াম ৯০ মিলি গ্রাম, ভিটামিন ‘এ’ ১৫ মাইক্রোগ্রাম, ভিটামিন ‘বি’ ০.১৫ মিলিগ্রাম, ফসফরাস ২০ মিলিগ্রাম, লৌহ ০.৩ মিলিগ্রাম। টাটকা লেবুর খোসায়ও পুষ্টি রয়েছে। এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দেহের জন্য অত্যন্ত উপকারী এবং স্বস্তিদায়ক। লেবু ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল। এই ভিটামিন দেহে সঞ্চিত অবস্থায় থাকে না, সেজন্য শিশু-বৃদ্ধ সবাইর প্রতিদিনই ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খাওয়া দরকার। জ্বর, সর্দি, কাশি ও ঠা-াজনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর। লেবুতে থাকা প্রচুর ভিটামিন ‘সি’ রোগ প্রতিরোধে সাহায্য করে। স্কার্ভি রোগ থেকে রক্ষা করে। ভিটামিন ‘সি’ দেহের ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়। লেবুতে পর্যাপ্ত ভিটামিন ‘সি’ অ্যান্টি অক্সিডেন্টস হিসেবে কাজ করে দেহে ক্যান্সারসহ নানা ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে। শিশুর দৈনিক ২০ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ আবশ্যক। এ সময় ভিটামিন ‘সি’ এর অভাব হলে তা শিশুর ওপর প্রভাব পড়ে। ফলে শিশুর দাঁত, মাড়ি ও পেশি মজবুত হয় না।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: স্বাস্থ্য

Leave A Reply

Your email address will not be published.