শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নগরীতে সমাবেশ ও মিছিল

বিষেরবাঁশী ডেস্ক: ডেকোরেটর শ্রমিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে নারায়ণগঞ্জ ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় চাষাড়া শহীদ মিনারে এ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেল ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন।সমাবেশে সভাপতিত্ব করেন ডেকোরেটর প্রমিক ইউনিয়নের সভাপতি তপন কুমার রায়ের বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রিয় নেতা দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অঞ্জন দাস, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক হকার নেতা রুহুল আমিন, ডেকোরেটর শ্রমিক মতিন ও লিটন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন- ডেকোরেটর শ্রমিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিলের তিন দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত অপরাধী লিপু ওরুফে লিপ্পা বাহিনী কে গ্রেফতার করা হয়নি।সন্ত্রাসীরা দিব্যি বুক ফুলিয়ে রাস্তা ঘাটে ঘুরে বেড়াচেছ আর পুলিশ বলছে লিপ্পা কে খুঁজে পাওয়া যাচ্ছে না।এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগ তুলে নেয়ার জন্য সন্ত্রাসীরা শ্রমিকদের ভয়-ভিতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে।উল্লেখ ডেকোরেটর শ্রমিকরা গত ১১ অক্টোবর বুধবার সকল থেকে আমলাপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপের (গলাচিপা মুড়) গেইটের ডেকোরেসনের কাপড় ও বাঁশ খুলার কাজ করে যাচ্ছিল এমতাবস্থায় দুপুর ১২ টার দিকে সন্ত্রাসীরা ডেকোরেসনের কাপড় ও বাঁশ জোর পূর্বক ছিনিয়ে নিতে চাইলে শ্রমিকরা সঙ্গত কারণেই বাঁধা দেয়।যার ফলে সন্ত্রাসী লিপ্পা ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে শ্রমিক মতিন কে পিঠায় তার মাথায় আঘাত করে রক্তাক্ত জকম করে গুরুতর ভাবে আহত করে।আহত মতিন খানপুর তিনশত শয্যা হাসপাতালে চিকিৎসা গ্রহন করে বিপদ মুক্ত রয়েছে।লিপ্পার বাহিনীর অন্যান্য সন্ত্রাসীরা শ্রমিক লিটন ও ইলিয়াছ কে এলোপাথাড়ি কিল ঘুষি লাথি থাপ্পর মেরে শরীরের বিভিন্ন জাগায় নীলা ফুলা জকম করে।অথচ অপরাধী লিপ্পা ও তার সহযোগী সন্ত্রাসীদের কে পুলিশ এখনো গ্রেফতার করেনি।নেতৃবৃন্দ বলেন- অনতিবিলম্বে শ্রমিকদের উপর হামলাকারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিন্তাইকারী লিপ্পা ও তার সহযোগীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় নাঃগঞ্জে সামাজিক, পারিবারিক, ধর্মীয় ও রাজনৈতিক সকল অনুষ্ঠানের ডেকোরেসনের কর্ম কান্ড কর্ম বিরতি কর্মসূচি দিয়ে বন্ধ করে দেয়া হবে।শুধু তাই নয় অপরাপর সকল শ্রমিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সন্তাসী লিপ্পা বাহিনীকে গ্রেফতার করতে পুলিশ প্রশাসন কে বাধ্য করা হবে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.