শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

রাশিয়া সফরে সৌদি বাদশা

বিষেরবাঁশী ডেস্ক: রাশিয়া সফরে গেছেন সৌদিআরবের বাদশা সালমান। বুধবার মস্কোর উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করবেন।

দুই শীর্ষ নেতার বৈঠকে তেলের উৎপাদন এবং আঞ্চলিকনীতি ইস্যু গুরুত্ব পাবে। সৌদিআরবের রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়।

বাদশা সালমানের এই সফরে দুই দেশের মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস, পেট্রোকেমিক্যাল প্ল্যান্টসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তার সফরে জ্বালানি প্রকল্পে এক বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তিও স্বাক্ষর হতে পারে।

এই চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে দেশের শাসনভার দেখভাল করবেন তার পুত্র ৩২ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.