শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

মার্কিন রণতরীর সঙ্গে ফিলিপাইন জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ৭

image-85289-1497676397     জাপান উপকূলে মার্কিন একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষে সাত মার্কিন নৌসেনা নিখোঁজ হয়েছেন। এঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় আজ শনিবার ভোররাত ২টা ৩০ মিনিটে টোকিও উপসাগরের দক্ষিণে এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

রয়টার্সকে জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মার্কিন ড্রেস্টয়ার ফিটরেজাল্ডে পানি ঢুকে গেলেও এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে নেই। ঘটনার পর ফিলিপাইনের পণ্যবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টাল নিজ শক্তিতে এগিয়ে যেতে সক্ষম হয়।
তবে বিবিসি জানিয়েছে, উপর থেকে নেওয়া ছবিতে দেখা যায় মার্কিন ডেস্টয়ারটি স্টারবোর্ড ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আহত তিন নৌসেনার মধ্যে মার্কিন ড্রেস্টয়ারটির কমান্ডিং অফিসার ব্রেইস বেনসনও রয়েছেন। তাদের হেলিকপ্টারে করে ইয়োকোসুকায় ‍যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাসপাতালে নেয়া হয়েছে।
ইয়োকোসুকায় মোতায়েন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ফিটজেরাল্ড তিন নট গতিতে ইয়োকোসুকার নৌঁঘাটিতে ফিরে আসছে।
জাপান কোস্টগার্ড নিখোঁজ নাবিকদের খোঁজে সাগরে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.