মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

রোহিঙ্গাদের সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জড়িত: ভারত

বিষেরবাঁশী ডেস্ক: রোহিঙ্গাদের আশ্রয় দেবে না ভারত। এটা সরকারের সিদ্ধান্ত। রোহিঙ্গারা পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে গতকাল সোমবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছে সরকার। রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি বলে মনে করে সরকার।

সুপ্রিম কোর্টকে সরকার বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত একটি ‘প্রশাসনিক সিদ্ধান্ত’। এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের নাক গলানো উচিত নয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এবং আইএসের সঙ্গেও রোহিঙ্গাদের যোগ রয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট থেকে জানা গেছে।

সেই গোপন রিপোর্ট যদি সর্বোচ্চ আদালত দেখতে চায় তাহলে সরকার সেই রিপোর্ট জমা দিতেও প্রস্তুত বলে হলফনামায় জানানো হয়েছে। আগামী ৩ অক্টোবর সুপ্রিম কোর্টে এ নিয়ে ফের শুনানি অনুষ্ঠিত হবে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.