শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

ঝালকাঠিতে ‘খোলা আকাশ’ বিদ্যালয়

বিষেরবাঁশী ডেস্ক: অসহায় ‘মানতা’ সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ঝালকাঠিতে চালু হয়েছে ‘খোলা আকাশ’ নামের একটি ব্যতিক্রমী বিদ্যালয়।

জেলা শহরের কলেজমোড় এলাকার একটি মাঠে প্রতিষ্ঠিত স্কুলটি সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উদ্বোধন করেন জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক পিনু আক্তার নদী।

ঝালকাঠি শহরের কলেজমোড় এলাকায় দীর্ঘদিন যাবৎ মানতা সম্প্রদায়ের শিশু ও বয়ষ্কসহ শতাধিক লোক বসবাস করছে। এদের সবাই নিরক্ষর। এদেরকে শিক্ষিত করার লক্ষে যুবমহিলা লীগনেত্রী পিনু আক্তার নদী ব্যক্তিগত উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন।

স্কুলটিতে ৮০ জন শিশু এবং বয়ষ্ক নারী-পুরুষ শিক্ষার্থীকৈ ভর্তি করা হয়েছে। পরে শিক্ষার্থীদের মাঝে বই, খাতা ও কলম বিতরণ করা হয়। লেখাপড়ার সুযোগ পেয়ে মানতা সম্প্রদায়ের শিশু, কিশোর-কিশোরী ও বয়ষ্কসহ সবাই খুশি।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.