বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

এইচটিসি’র ব্যবসা কিনে নিচ্ছে গুগল!

বিষেরবাঁশী ডেস্ক: টেক জায়ান্ট গুগল এবার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি-র ব্যবসাকে কিনে নিচ্ছে। ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিষ্ঠানটি এই ক্রয়চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে, এ ক্ষেত্রে এইচটিসি’র মূল্য কত হবে তা নিয়ে কিছু বলা হয়নি।

এর আগে গুগল মটোরলা কিনে নিয়েছিলো। কিন্তু তাতে খুব একটা লাভজনক ব্যবসা করতে পারেনি। ফলে পরবর্তীতে তা বিক্রিও করে দিতে হয় গুগলকে। নতুন এই চুক্তি হলে তা গুগলের জন্য আবারও হার্ডওয়্যার ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে আবার আসার আভাস পাওয়া যাবে। বর্তমানে গুগল পিক্সেল ফোনের মতো নিজস্ব অন্যান্য ডিভাইস তৈরিতে বেশি বিনিয়োগ করছে।

এদিকে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ইউবিএস এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি শুধুই এইচটিসি স্মার্টফোন গবেষণা ও উন্নয়ন দল যুক্ত হবে। তবে গুগল আর এইচটিসি’র প্রতিনিধিরা এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: বিজ্ঞান ও প্রযুক্তি

Leave A Reply

Your email address will not be published.