শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

ফেসবুকে ৩৬০ ডিগ্রির ফটোফিচার

বিষেরবাঁশী ডেস্ক: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক নিজেদের অ্যাপে এক অভিনব ফিচার সংযুক্ত করেছে। এবার ৩৬০ ডিগ্রি ফটো ফিচার যুক্ত করলো ফেসবুক। ফলে ফেসবুকে ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দারুণ সুযোগ সৃষ্টি হলো।

ফেসবুক অ্যাপের এই ফিচারের মাধ্যমে ৩৬০ ডিগ্রি ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা। এবং কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সহায়তা ছাড়াই এই ফিচার ব্যবহার করা যাবে। এই ফিচারটি পাবেন অ্যাপে নিউজ ফিড ফিচারের উপরে।

যে কেউ অ্যাপের ওই ফিচারে ব্লু বাটনে ক্লিক করে ৩৬০ ডিগ্রি ভিউতে ছবি তুলতে পারবেন। কোন জায়গা থেকে ছবি তোলা শুরু করবেন সে অপশনও পাবেন ওই ফিচারে। এই ছবি ফেসবুকে শেয়ার করাও খুব সহজ।

এরপর সরাসরি আপনার ফেসবুক টাইমলাইনে তা শেয়ার করে দিতে পারেন। পাশাপাশি ট্যাগ কিংবা কভার পিকচারও করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে এই ফিচারটি পাওয়া যাবে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: বিজ্ঞান ও প্রযুক্তি

Leave A Reply

Your email address will not be published.