শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ আর নেই

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ আর নেই।

বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার বনশ্রীতে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে।

কাজী সিরাজের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী বুলু আখতার, এক ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

প্রয়াতের পুত্রবধূ জেসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বাবা বাসায় হঠাৎ করে বাথরুমে পড়ে যান। দ্রুত তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

কাজী সিরাজের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা হবে।

পরিবারের সদস্যরা জানান, প্রেস ক্লাবে জানাজার পর মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখান কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাজী সিরাজ বিএনপির মুখপত্র দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন দীর্ঘদিন। তবে কয়েক বছর ধরে বিএনপির নানা পদক্ষেপের সমালোচক ছিলেন তিনি।

তিনি বিভিন্ন জাতীয় দৈনিক এ রাজনৈতিক নিবন্ধ লিখতেন। টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত ছিলেন।

কাজী সিরাজ কর্মজীবনে চট্টগ্রামের দৈনিক কিষানের ঢাকার ব্যুরো প্রধান ছিলেন। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে সাপ্তাহিক বিবর্তন।

জাতীয় পার্টির নেতা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমেদের চাচাত ভাই ছিলেন কাজী সিরাজ।

সিএ/ক্যানি

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.