বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

ফের অপারেশনের টেবিলে মুক্তামণি

বিষেরবাঁশী ডেস্ক: বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণির দ্বিতীয় অপারেশন করা হচ্ছে। মঙ্গলবার সকালে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এই দফার অপারেশনে তার শরীরে চামড়া লাগানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক আবদুল মান্নান মিডিয়াকে মুক্তামণির অপারেশনের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া মুক্তামণির বাবা ইব্রাহিমও জানিয়েছেন তার মেয়ের অপারেশন চলছে, এজন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

১২ বছরের মুক্তামণি জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুক্তামণিকে ঢাকায় আনা হয়। তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অস্বীকৃতি জানায়। এরপর ঢাকা মেডিকেলই মুক্তামণির চিকিৎসা করবে বলে জানান চিকিৎসকরা। তার জন্য হাতপাতালের পক্ষ থেকে নির্দিষ্ট দল গঠন করা হয়। দলের তত্ত্বাবধানে মুক্তামণির চিকিৎসা চলছে। ১২ আগস্ট মুক্তামণির প্রথম অপারেশন করেন ডাক্তাররা।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: স্বাস্থ্য

Leave A Reply

Your email address will not be published.