বিষেরবাঁশী ডেস্ক: ভুয়া আইডি বন্ধের অভিযান চালাচ্ছে ফেসবুক। চলতি বছরের এপ্রিল থেকে ফেসবুক ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ভুয়া আইডি বন্ধের অভিযান শুরু করে। ইতোমধ্যে অনেক ভুয়া আইডি বন্ধ করে দিয়েছে ফেসবুক। এরপরও অনেক ভুয়া অ্যাকাউন্ট বন্ধ না হওয়ায় এবার সরাসরি ভুয়া অ্যাকউন্টগুলো মুছে ফেলছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন প্রায় ১০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে।
এ বিষয়ে ফেসবুকের প্র্রধান নিরাপত্তা কর্মকর্তা এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, মূলত স্প্যাম আইডিগুলোমুছে ফেলা হচ্ছে। এসব আইডি থেকে অপপ্রচার চালানো হয়। আমরা ফেসবুক ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে যদি অ্যাকাউন্টটি সন্দেহজনক মনে হয়, তখনই তা মুছে ফেলছি।
অন্যদিকে এ সম্পর্কে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, ফেসবুকে আপত্তিজনক বিষয় পোস্ট করা হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত ৩ হাজার লোক নিয়োগ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে হিংসা এবং উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়া হচ্ছে ফেসবুক ব্যবহার করে। তাই ফেসবুক তাদের সুনাম ও জনপ্রিয়তা ধরে রাখতে ভুয়া আইডি বন্ধের জোর অভিযান চালাচ্ছে।
বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়