মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

‘বঙ্গবন্ধুকে অবমাননা’ চট্টগ্রামে ১৩ শিক্ষক কারাগারে

  • নিজেস্ব প্রতিবেদক ঃ চৌধুরী ফরিদ

জতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে তুলনা করে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ণ করা হয়েছে এমন অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ১৩ শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

বুধবার অভিযুক্ত শিক্ষকরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা খারিজ করে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।

২০১৬ সালে দক্ষিণ চট্টগ্রামের মাধ্যমিক স্কুলের অর্ধ-বার্ষিকী পরীক্ষার জন্য তৈরি একটি প্রশ্নপত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্থানীয় একজন বিএনপি নেতার সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

সঙ্গে সঙ্গেই মূল প্রশ্নকর্তা স্থানীয় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোকুল বড়ুয়া এবং প্রশ্ন তৈরি কমিটির ১২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। অবশ্য পরে তারা জামিন পেয়েছিলেন।

পরে চট্টগ্রামের একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি ওই ১৩ জন শিক্ষককে অভিযুক্ত করে।

 

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.