শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বঙ্গবন্ধুর বায়োপিকে শান্তনু মৈত্র

অনলাইন ডেস্ক : নির্মাণচলতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের সংগীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন ভারতের শান্তনু মৈত্র। জানা গেছে, ছবিটির গানে সুর দেবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করবেন এই ভারতীয় সুরকার।

গত ২১ জানুয়ারি মুম্বাইয়ের একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠানে শান্তনু উপস্থিতও ছিলেন। তবে তখনো আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়নি। এ ছবিটি পরিচালনা করছেন ভারতের পরিচালক শ্যাম বেনেগাল।

একই পরিচালকের সর্বশেষ দুই ছবি ‘ওয়েলকাম টু সজ্জনপুর’ ও ‘ওয়েল ডান আব্বা’র সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন শান্তনু। এছাড়া তিনি বলিউডের ‘পরিণীতা’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ‘রাজনীতি’, ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ববি জাসুস’সহ আরও অনেক ছবিতে সুরকার হিসেবে কাজ করেছেন।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.