বৃহস্পতিবার ৫ বৈশাখ, ১৪৩১ ১৮ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

শপথের পরপরই ৭ মুসলিম রাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিবেন বাইডেন

অনলাইন ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের সকল জটিলতা কাটিয়ে নিয়মানুযায়ী নব-প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন প্রেসিডেন্ট হিসেবে।

ট্রাম্পের নেয়া বেশ কিছু সিদ্ধান্ত শপথ নেওয়ার পর প্রথম দশদিনে বাতিল করবেন তিনি। নব-প্রসিডেন্টের সিদ্ধান্ত বাতিলের তালিকায় থাকা বিষয়গুলো মধ্যে সাতটি ইসলামিক রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের যে নিষেধাজ্ঞা রয়েছে তা অন্যতম।

তাছাড়াও বাতিল করা হবে ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তও।ইতিমধ্যে তৈরি করা হয়েছে বাইডেনের প্রথম দশ দিনে কর্মসূচির সমস্ত পরিকল্পনাও। শনিবার বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন এমনটাই জানিয়েছেন।

এ প্রসঙ্গে ক্লেইন জানান, ‘আমাদের প্রথমেই মোকাবিলা করতে হবে চারটি গুরুত্বপূর্ণ সমস্যার- করোনা সংকট, তার কারণে তৈরি হওয়া অর্থনৈতিক মন্দা, জাতিবিদ্বেষ মূলক নানান সমস্যা এবং জলবায়ু সংকট। আর এই সমস্যা গুলোর সমাধান খুব দ্রুতই প্রয়োজন। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে প্রথম দশদিনে সমাধান করবেন এই সমস্যগুলো, যাতে করে আমেরিকা আবারো বিশ্বে তার পুরনো স্থান ফিরে পায়।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.