শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

মেয়র আইভীর নেতৃত্বে না’গঞ্জে মেট্রোরেল বাস্তবায়ন চাই–কামাল মৃধা (ভিডিও)

সুভাষ সাহা:  ২০ আগষ্ট রবিবার সন্ধ্যার পর বিষেরবাঁশীডটকম অফিসে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে নারায়ণগঞ্জে “মেট্রোরেল বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক কামালউদ্দিন মৃধা বলেন,’নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারন সময়ের দাবী। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে নারায়ণগঞ্জবাসীর এখন নাভিশ্বাস উঠার উপক্রম। আধুনিক বিশ্বে ‘রেল ও মেট্রোরেল’ যথোপযুক্ত গণপরিবহন। বর্তমান সরকার গণপরিবহনকে গুরুত্ব দিয়ে রেলকে আধুনিকীকরণের পাশাপাশি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছে। বন্দরনগরী নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনার জন্য আমার ডাকে ব্যাপক সাড়া পাচ্ছি। ‘মেট্রোরেল বাস্তবায়ন কমিটির’ ধারাবাহিক কর্মসূচীতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা প্রত্যক্ষ করছেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জের গণজাগরণে আমি অভিভূত।”
এ প্রসঙ্গে কামাল মৃধা মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন,” মেট্রোরেলের দাবী নিয়ে মাঠে নামার পর জানতে পারি প্রয়াতঃ জননেতা আলী আহমেদ চুনকার সুযোগ্যা কন্যা মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী ২০১২ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানী ঢাকায় প্রস্তাবিত মেট্রোরেল প্রকল্প নারায়ণগঞ্জে সম্প্রসারণের দাবীতে যোগাযোগ মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র পেশ করছেন। আবেদনপত্রটি ফেসবুকে দেখে আমি আবেগাপ্লুত হয়েছি। দূরদৃষ্টিসম্পন্ন মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর সেই স্বপ্নের অংশীদার হতে পেরে আমি সত্যি ধন্য। বিষয়টি কাকতালীয় হলেও এর গুরুত্ব আমার কাছে অনেক বড়। জনগণকে জাগাতে পারলে কোন আন্দোলনই ব্যর্থ হয় না। আমি শুধু সেই কাজটি করছি। মেট্রোরেল আন্দোলনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচী অব্যহত রাখতে চাই। মেয়র আইভীর মতো আকাশচুম্বি জনপ্রিয় মেয়রের নেতৃত্বে আমরা এ আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। আমি জনপ্রিয় মেয়র আইভীর সহযোদ্ধা ও একজন মাঠকর্মী হিসেবে নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণেরর দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। আশা করি মেয়র আইভী আমার এ কর্মসূচীকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন। মেয়র আইভীর পিতা প্রয়াতঃ জননেতা আলী আহমেদ চুনকা আমার নেতা। তাঁর নামের সুবিচার করতে আমি ‘আলী আহমেদ চুনকা পাঠাগার’ প্রাঙ্গণকে মেট্রোরেল বাস্তবায়ন কমিটির কর্মসূচীর কেন্দ্রস্থল হিসেবে বেঁছে নিয়েছি। আগামী ২৫ আগষ্ট মোটরবাইক রেলীও আলী আহমেদ চুনকা মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু হবে। সর্বস্তরের জনগণকে যথাসময়ে এ কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

ভিডিও : https://facebook.com/subash.saha2/videos/1468788686545675/

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা

Categories: জাতীয়,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.