মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

৩০ মিনিটে করোনা টেস্টের রেজাল্ট কার্যক্রমের উদ্বোধন করলেন শামীম ওসমান

অনলাইন ডেস্ক:- এবার নারায়ণগঞ্জে ৩০ মিনিটেই মিলবে করোনা টেস্টের রেজাল্ট।এই কার্যক্রমের নাম করা হয়েছে ‘করোনার র‌্যাপিড টেস্ট’ । আজ (১২ জানুয়ারি) দুপুরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের(খানপুর) আবাসিক চিকিৎসক ডা. মো. শামসুদ্দোহা চৌধুরী সঞ্চয় জানান, মঙ্গলবার দুপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে(খানপুর) র‌্যাপিড টেস্ট’র কার্যক্রমের উদ্বোধন করা হয়। আপাতত আমাদের কাছে ৫’শ কিট এসে পৌঁছেছে র‌্যাপিড টেস্ট’র জন্য। এই টেস্ট’র জন্য মাএ ১০ থেকে ৩০ মিনিট সময় লাগবে।শুধুমাত্র জরুরি প্রয়োজনই এটি প্রয়োগ করা হবে। এছাড়া আগের মতো পিসিআর ল্যাবে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

ডা. মো. শামসুদ্দোহা চৌধুরী সঞ্চয় আরও বলেন, করোনা নির্ণয়ে গ্লোড স্ট্যান্ডার্ড হলো পিসিআর ল্যাবের টেস্ট। সেখানেই শতভাগ সঠিক ফলাফল পাওয়া সম্ভব। র‌্যাপিড টেস্টে ৭০ থেকে ৯০ শতাংশ সঠিক ফলাফল পাওয়া যাবে।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা

Categories: নারায়ণগঞ্জের খবর,শীর্ষ সংবাদ

Leave A Reply

Your email address will not be published.