অনলাইন ডেস্ক:- ঘটনাটি ঘটে নাটোরের নলডাঙ্গায়।ঘটনার দুই মাস পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।
গৃহবধূকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে গতরাতে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ান এবং তার ঘনিষ্ট সহযোগী বকুল হোসেন।
পুলিশ জানায়, গত বছরের ৩ অক্টোবর এই গৃহবধূ ভিজিএফ কার্ড করার জন্য পিপরুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ানের কাছে যান। পরে ইব্রাহীম এই গৃহবধুকে কৌশলে পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে ইব্রাহীম ও তার দুই সহযোগীসহ ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে এবং সাথে ঘটনাটি মোবাইল ফোনে ক্যামেরাবন্ধী করে রাখে। এরপর তারা ধর্ষণের শিকার ওই নারীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।
সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।এই ঘটনার দুই মাস পর গতরাতে ভুক্তভোগী তিনজনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন।মামলার পর পরই পুলিশ রাতেই অভিযান চালিয়ে ইব্রাহীম দেওয়ান ও তার সহযোগী বকুলকে আটক করে কিন্তু আরেক অভিযুক্ত রেজাউলকে পুলিশ আটক করতে পারেনি।
অভিযুক্ত রেজাউলকে পুলিশ গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা