শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে শোক প্রকাশ করেন:প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ জানুয়ারি) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, এই নারী নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারালেন।

আয়শা খানম শনিবার (২ জানুয়ারি) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলনও উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারাল বাংলাদেশ।

আয়শা খানমের মরদেহ নেত্রকোনায় নিজ গ্রামে দাফন করা হবে।

বিষেরবাঁশী.কম/ ডেস্ক/ঝিনুক

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.