বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

বাংলাদেশের দল ঘোষণা আজ

বিষেরবাঁশী ডেস্ক: প্রায় দুই মাসের প্রস্তুতির পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুত এখন বাংলাদেশ। এগার বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলতে মুখিয়ে আছেন ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুর দুটায় বাংলাদেশ দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

জানা গেছে, ইতোমধ্যে নির্বাচকরা দল চূড়ান্ত করে বোর্ডে জমা দিয়েছেন। এখন বোর্ড সভাপতির অনুমোদনের পরই দল ঘোষণা হবে। গতকাল মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, প্রথম টেস্টের দলটা হবে ১৪ সদস্যের।

গুঞ্জন আছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে ঠাঁই হবে না মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের। টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খ্যাতি পাওয়া মুমিনুল শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টের একাদশেও ছিলেন না। নিউজিল্যান্ডে হাফ সেঞ্চুরি করলেও ভারতে একমাত্র টেস্ট এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় রান না পাওয়ায় মুমিনুলকে দল থেকে ছেঁটে ফেলার সম্ভাবনা জেগেছে। অথচ গত কয়েক বছরে টেস্টে দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান এ বাঁহাতি। এ ফরম্যাটে দেশের পক্ষে সবচেয়ে ভালো ব্যাটিং গড় তারই। ২২ টেস্টে ৪৬.৮৮ গড়ে চারটি সেঞ্চুরিসহ ১ হাজার ৬৮৮ রান করেছেন তিনি। দেশের মাটিতে তার ব্যাটিং গড় আরও ঈর্ষনীয়, ৫৮.০৯।

মাহমুদউল্লাহ অবশ্য শ্রীলঙ্কায় শেষ টেস্টের দলেই ছিলেন না। কোচ চন্ডিকা হাতুরুসিংহের পরিকল্পনায় মুমিনুল-মাহমুদউল্লাহ না থাকার আভাসও স্পষ্ট। মিরপুরে গত কয়েকদিনের ম্যাচ পরিস্থিতিতে জাতীয় দলের অনুশীলনে ছিলেন না তারা দুজন।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে দলে থেকে যেতে পারে মুমিনুলের নাম। তেমনটা না হলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দলে থাকতে পারে মুমিনুল, মাহমুদউল্লাহর নাম। আজ প্রস্তুতি ম্যাচের দলটাও ঘোষণা করতে পারেন নির্বাচকরা।

সবকিছু ঠিক থাকলে টেস্ট দলে ফিরছেন নাসির হোসেন ও পেস বোলার শফিউল ইসলাম। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের দলে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে টেস্ট দল থেকে বাদ পড়বেন পেসার কামরুল ইসলাম রাব্বি।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.