বিবিষেরবাঁশী ডেস্ক: রায়পুর উপজেলার এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আবু বক্কর সিদিক (১৯) নামে এক বখাটেকে আটক করেছেন থানা পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের পূবলাছ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলা চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার রহিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আসা যাওয়ার সময় অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাতে বখাটে সিদ্দিক। শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাসায় ফিরার পথে শহরের পূবলাছ এলাকায় পৌঁছলে বখাটে সিদ্দিক তার কয়েকজন বন্ধুকে নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। ছাত্রী চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে বখাটে সিদ্দিককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
রায়পুর থানার এসআই মো. জাহাঙ্গীর জানান, শনিবার দুপুরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হবে।
বিবিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়