অনলাইন ডেস্ক:- সোমবার ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, অক্সফোর্ড উদ্ভাবিত করোনাভাইরাসের ৩ কোটি ডোজ ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিনে বাংলাদেশের মানুষকে বিনামূল্যে দেয়া হবে।
তিনি বলেন, মানুষকে এই ভ্যাকসিন বিনা পয়সায় দেয়া হবে। টাকা সরকার পে করে দিচ্ছে। ৩ কোটি ভ্যাক্সিন ফ্রি দেয়া হবে। তিনি আরোও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গাইডলাইন আছে। প্রথম ধাপে কারা ভ্যাক্সিন পাবে, দ্বিতীয় ধাপে কারা পাবে সে অনুযায়ী তারা একটা প্রোগ্রাম ডেভেলপ করছে। প্রথমে পুলিশ, মাঠে কাজ করছেন এমন প্রশাসনের লোক, বয়স্ক লোক, বাচ্চা- এরকম একটা প্রোটোকল আছে।
বিষেরবাঁশী.কম/ডেস্ক/রূপা