বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

নতুন অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া

অনলাইন ডেস্ক:- রাশিয়া সফলতার সঙ্গে একটি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে সক্ষম।  খবর স্পুটনিক ও রুশ বার্তা সংস্থা তাসের।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল সিস্টেম এরইমধ্যে রাশিয়ায় অ্যারোস্পেস ফোর্স ব্যবহার শুরু করেছে।  কাজাখস্তানের কাছে সারি শাগান এলাকায় ওই পরীক্ষা চালানো হয়।

এই অ্যান্টি ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র সিস্টেমে ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট অক্ষুণ্ণ রয়েছে এবং পরীক্ষার সময় একইসঙ্গে তা কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

এই মিসাইল সিস্টেম ঘণ্টায় ৬ হাজার মাইল পথ পাড়ি দিতে পারবে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/রূপা

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.