মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

ঢাবিতে শিক্ষক-কর্মকর্তাসহ অর্ধশতাধিক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক:-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিবারসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ৫০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্যের অফিসের এক কর্মকর্তার পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, দপ্তরের অন্তত ২০টি পরিবারের ৫০ জনের বেশি ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে হঠাৎ করোনার এমন প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, উপাচার্যের দপ্তরের এক কর্মকর্তা তার পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হলেও তিনি এখনো সুস্থ আছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে পুরো পরিবারসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন দীর্ঘদিন। তবে এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এর বাইরে যোগাযোগ বৈকল্য বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মরত পরিবহন ম্যানেজার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রারসহ প্রশাসনিক দায়িত্বে থাকা অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, গত এক সপ্তাহ হঠাৎ বিশ্ববিদ্যালয় এলাকার করোনা আক্রান্তের হার বেড়েছে। এজন্য আমরা সচেতনতামূলক কর্মসূচি নিয়েছি। এখন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় মাস্ক ছাড়া প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ এবং প্রশাসন নো মাস্ক-নো সার্ভিস রুলস কঠোরভাবে ফলো করছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: শিক্ষা

Leave A Reply

Your email address will not be published.