শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ট্রাম্পকে আবেগঘন বিদায়বার্তা পাঠালেন এরদোয়ান

অনলাইন ডেস্ক:- তুরস্কের সঙ্গে ‘আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ’ সম্পর্ক রাখায় ডোনাল্ড ট্রাম্পকে রিসেপ তাইয়েপ এরদোয়ান আবেগঘন বিদায়বার্তা জানিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানান, বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়ায় আমেরিকার সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে ট্রাম্পকে।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ট্রাম্পের শাসনামলে দু’দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তবে পরাজয় প্রসঙ্গে এরদোয়ান বিবৃতিতে বলেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবেন বলে ধারণা ছিল আঙ্কারার।

এর আগে যুক্তরাষ্ট্র-তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক ধরে রাখতে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। 

সবশেষ বিবৃতিতে ট্রাম্পকে আবারো ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এরদোয়ান।

এর আগে এরদোয়ান ডেমোক্র্যাট জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ায় শুভেচ্ছাবার্তা পাঠান। 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/রূপা

Categories: আন্তর্জাতিক,রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.