শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

আবারো গেরুয়ার দখলে বিহার

অনলাইন ডেস্ক:- তীব্র লড়াইয়ে কংগ্রেসকে হারিয়ে বিহারে ফের সরকার গঠন করতে চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ফলে আবারো গেরুয়া ঝড় উঠেছে বিহারে।

মঙ্গলবার রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় এনডিএ জোট পেয়েছে ১২৫ আসন। আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ১১০ আসন। অন্যরা পেয়েছে আট আসন। একক দল হিসেবে সর্বোচ্চ ৭৫ আসন পেয়েছে আরজেডি। ৭৪ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে বিজেপি।

এনডিএ জোট বিজেপি বেশি আসন পেলেও ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন জেডি (ইউ) এর নীতীশ কুমার। আগেই তা ঘোষণা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এনডিএ ম্যাজিক ফিগার ১২২ অতিক্রম করে আরও তিনটি আসন বেশি পেয়েছে। অর্থ্যাৎ ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জিতেছে ১২৫টি আসনে।

তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট হাড্ডাহাড্ডি লড়াই করে থেমেছে ১১০-এ। অন্যরা পেয়েছে বাকি ৮টি আসন।

কংগ্রেসের খারাপ ফলের জন্য ধাক্কা খেয়েছে মহাজোট। ৭০টি আসনে লড়াই করে মাত্র ১৯টিতে জিতেছে কংগ্রেস। গতবার তারা পেয়েছিল ২৭টি আসন। জোট শিবিরের জন্য এটা বড় ধাক্কা। বিহারে বাম দলগুলো ভালো অবস্থানে। ২৮টি আসনে প্রার্থী দিয়ে তার মধ্যে ১৬টিতেই তারা জিতেছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/রূপা

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.