বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

‘২০১৯ সালের জানুয়ারিতে সংসদ নির্বাচন’

বিষেরবাঁশী ডেস্ক: ২০১৯ সালের জানুয়ারিতে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ। রোববার দুপুরে ফরিদপুর আঞ্চলিক সার্ভার স্টেশনের হল রুমে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

হেলালুদ্দীন আহমেদ বলেন, একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করা হয়েছে। কমিশন ঘোষিত রুটম্যাপ অনুযায়ী সংলাপ চলছে। আগামী ১৬ ও ১৭ সাংবাদিক সমাজ এবং ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সেপ্টেম্বর মাসে শেষ হবে। এরপর শুরু হবে নারী ও এনজিওসহ অন্যদের সঙ্গে সংলাপ। সংলাপ থেকে পাওয়া সুপারিশ অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে। এছাড়া ভাটার তালিকা হালনাগাদ করা হয়েছে।

ইসি সচিব আরও বলেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সংকল্পবদ্ধ। এরআগে তিনি বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গোপালগঞ্জের উদ্দেশে ফরিদপুর ত্যাগ করেন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.