বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

হাসপাতাল ছেড়েছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক:-৫ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু পরে হেলিকপ্টারে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তিনি ঘোষণা দিয়েছেন দ্রুতই নির্বাচনী প্রচারে নামবেন।

এর আগে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ট্রাম্প এবং তিন দিন পর সোমবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরলেন। ট্রাম্পের এমন কাজ নিয়ে তীব্র সমালোচনা করা হচ্ছে।

হাসপাতাল ত্যাগ করার কিছু আগে বিকেলে টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি আসলেই ভালো বোধ করছেন। তিনি আমেরিকার লোকজনকে ভয় না পাওয়ার আহ্বান জানান। কোভিড-১৯ যেন জনজীবনকে প্রভাবিত না করতে পারে, সে কথাও তিনি বলেন। ‘ফেইক নিউজ’ কেবলই ‘ফেইক জনমত জরিপ’ প্রচার করছে বলে ট্রাম্প টুইটে জানান।

হোয়াইট হাউসের চিকিৎসক সেইন কনলি সাংবাদিকদের বলেন, এখনো বিপদের আশঙ্কা থেকে ট্রাম্প সম্পূর্ণ মুক্ত নন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের উপসর্গের ক্রমাগত উন্নতি ঘটেছে এবং তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সব সূচক অতিক্রম করেছেন।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/রূপা

Categories: শীর্ষ সংবাদ

Leave A Reply

Your email address will not be published.