শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

‘হিন্দি ছাড়া অন্য আরও ভাষায় নির্মাণ হবে’: অমিতাভ রেজা

বিষেরবাঁশী ডেস্ক: গতবছর ঢাকাই চলচ্চিত্রে অন্যতম আলোচনায় ছিল ‘আয়নাবাজি’ ছবিটি। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর প্রথম চলচ্চিত্র হলেও দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে চলচ্চিত্রটি। শুধু তাই নয়, দেশের বাইরে ছবিটি ভালো প্রশংসা কুড়িয়েছে। এমনকি গত রোজার ঈদে ‘আয়নাবাজি’র গল্পের সূত্র ধরে নির্মিত হয়েছে কয়েকটি নাটক।

যেগুলোও দর্শকরা ইতিবাচকভাবেই গ্রহণ করেন। সেই জনপ্রিয়তার রেশ ধরে এবার আবারও নতুন শিরোনামে এলো ছবিটি। এবার ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘শ্রী লক্ষ্মী প্রসন্ন পিকচার্স’ ছবিটির রিমেক করবে।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এখনও চূড়ান্ত কিছুই বলতে পারছি না। কারণ ছবিটি কে নির্মাণ করবেন অথবা অভিনয় তালিকায় কারা থাকবেন এমন কোনো কথা এখনও হয়নি। এ বিষয়গুলো নিশ্চিত হলে পরিপূর্ণ একটি খবর দিতে পারবো।’

তবে ছবিটি শুধু হিন্দিতেই রিমেক হচ্ছে না। আরও কয়েকটি ভাষায় ছবিটি রিমেক করা হবে বলে জানা যায়। অমিতাভ এ প্রসঙ্গে আরও বলেন, ‘এখন পর্যন্ত অনেক বিষয় নিয়েই কথা হচ্ছে। তবে ছবিটি হিন্দি ভাষা ছাড়া অন্য আরও ভাষায় নির্মাণ করা হবে।’

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.