শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

এনসিসিকেকোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ব্যাংক অব সিলনের দশটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত নগর স্বাস্থ্য কেন্দ্রের জন্য কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ব্যাংক অব সিলনের মানবিক সহায়তায় দশটি অক্সিজেন সিলিন্ডার*

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ‘নগর স্বাস্থ্য কেন্দ্র’ পরিচালিত কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায়
ব্যাংক অব সিলনের’ পক্ষ থেকে এনসিসি’র মেয়র ডাঃমেয়র সেলিনা হায়াৎ আইভীর কাছে দশটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন ব্যাংকের চীফ অপারাটিং অফিসার কাপিলা শচিনাথ লিয়ানাগে।

৩১আগষ্ট সোমবার বিকলে নগরভবনে কমার্শিয়াল ব্যাংক অব সিলন কর্তৃক আয়োজিত ‘প্রাতিষ্ঠানিক সামাজিক দায়িত্বের’ অংশ হিসেবে করোনা রোগীদের জন্য দশটি অক্সিজেন সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্নের সময় উপস্থিত ছিলেন সাকির খসরু, হেড অব পারসোনাল ব্যাংকিং, ঊর্মি ইরানি খান, হেড অব পারসোনাল ব্যাংকিং, সুব্রত কুমার রায়, হেড অব নারায়ণগঞ্জ ব্রাঞ্চ ও অন্যান্য মান্যগন্য বাক্তিবর্গ।

বিষেরবাশিঁ.কম/ডেস্ক/মৌ দাস

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.