শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

আকাশ মেঘলা থাকায় সূর্যগ্রহণে বাধা

অনলাইন ডেস্ক: আজ ২১ তারিখ রবিবার। ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ ছিল আজ। কিন্তু আকাশ মেঘলা থাকায় বলয়গ্রাস সূর্যগ্রহণ ভালোভাবে দেখা যায়নি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। তবে যখনই মেঘ একটু সরেছে তখনই দেখা গেছে চাঁদের আড়ালে সূর্য ঢাকা পড়ার সেই অপরূপ দৃশ্য।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রোকানী খোন্দকার জানান, ঢাকার আকাশে গ্রহণ শুরু হয় রবিবার বেলা ১১টা ২৩ মিনিটে। চলে দুপুর ২টা ৫২ মিনিট পর্যন্ত। সবচেয়ে বেশি গ্রহণ দেখা যায় দুপুর ১টা ১২ মিনিটে। এ সময় প্রায় পুরোটাই চাঁদের আড়ালে ছিল সূর্য। সূর্যগ্রহণের স্থায়িত্ব কাল ছিল ৩ ঘণ্টা ২৯ মিনিট।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে কঙ্গো প্রজাতন্ত্রের বোমা শহরে। সর্বোচ্চ শূন্য দশমিক ৯৯৩৬ মাত্রার গ্রহণ দেখা যায় ভারতের যোশীমঠ শহরে দুপুর ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। গ্রহণ শেষ হয় দুপুর ৩টা ৩৪ মিনিটে ফিলিপিন্সের মিন্দানাও শহরে।

বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, কলকাতায় রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা ও বৃষ্টি থাকায় গ্রহণ দেখায় জটিলতা তৈরি হয়। বেলা সোয়া ১১টার দিকে মেঘ কিছুটা সরলে আংশিক গ্রহণ দেখা যায়।

কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানান, বলয়গ্রাসে উত্তর ভারতে সূর্যের ৯৯ শতাংশ ঢাকা পড়লেও, কলকাতায় সূর্যের ৬৬ শতাংশই ঢাকা পড়ে। এ দিন কলকাতায় সকাল ১০টা ৪৬ মিনিটে আংশিক গ্রহণ শুরু হয়। গ্রহণ তুঙ্গে ছিল বেলা ১২টা বেজে ৩৫ মিনিটে।

জানা গেছে, গত বছর ২৬ ডিসেম্বর আংশিক সূর্যগ্রহণ হয়েছিল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায়। ৩ ঘণ্টার বেশি সময় ধরে বলয়গ্রাস গ্রহণ চলেছিল। পরবর্তী গ্রহণ দেখার জন্য ২ বছর ৪ মাস অপেক্ষা করতে হবে। ২০২২-এর ২৫ অক্টোবর পরবর্তী গ্রহণ। ২০৩৪ সালে দেখা যাবে পূর্ণগ্রাস গ্রহণ।

সূত্র: দেশ রূপান্তর

বিষেরবাশিঁ.কম/ডেস্ক/মৌ দাস

Categories: জাতীয়,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.