শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

বিয়ের অনুষ্ঠান শেষে নববধূর জায়গা হল জেলে

বিষেরবাঁশী ডেস্ক: বিয়ের অনুষ্ঠান শেষে নববধূর জায়গা হয় সাধারণত শ্বশুর বাড়িতে। কিন্তু উগ্র আচরণের কারণে শ্বশুর বাড়িতে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের টেনেসিতে বসবাস করা এক নববধূর। তাকে আটক করেছে সেখানকার পুলিশ।

পুলিশের অভিযোগ, ওই নববধূ বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। ২৫ বছর বয়সী কেট এলিজাবেথ প্রিচার্ড যখন আটক হন তখনো তিনি বিয়ের পোশাক পরিহিত ছিলেন।

অভিযোগ অনুযায়ী এলিজাবেথ একটি নাইন এমএম পিস্তল তার স্বামীর মাথায় ঠেকান এবং ট্রিগার চাপেন।

তবে ভাগ্য সহায় ছিল যে পিস্তলে তখন কোনো গুলি ছিল না। কিন্তু তারপরও থামানো যায়নি কেটকে। পরে আবার ওই পিস্তলে গুলি ভরেন কেট। ফাঁকা গুলি ছুঁড়লে উপস্থিত লোকজন ভয়ে পালাতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের অনেকের অভিযোগ, নবদম্পতি মদ্যপান করছিল এবং মোটেলের বাইরে নিজেদের মধ্যে ঝগড়া করছিল। পুলিশ কর্মকর্তারা তাদের দুজনের বিরুদ্ধেই কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতার অভিযোগ এনেছেন।

একজন কর্মকর্তা বলেন, তিনি বিয়ের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা পিস্তল বের করে তার স্বামীর মাথায় ঠেকান।

পরে নববধূকে জেলে নেয়া হয় বলেও নিশ্চিত করেছে পুলিশ।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.